সরস্বতী পুজোর উদ্বোধনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

15th February 2021 11:21 pm হুগলী
সরস্বতী পুজোর উদ্বোধনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী


সুজিত গৌড় ( হুগলী ) : মোদি বানাতে চান আত্মনির্ভর ভারত আর মাননীয়া বানাতে চান নির্ভরশীল রাজ্য।আমি রবীন্দ্র ভারতী থেকে এম এ করেছি।যুবকরা শিক্ষিত হয় কেন,স্বনির্ভর হওয়ার জন্য।পাঁচ টাকার ডিম ভাত নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।শ্রীরামপুরে একটি সরস্বতী পুজোর উদ্বোধনে এসে শুভেন্দু অধিকারী বলেন,উলুবেড়িয়ায় স্কুলে সরস্বতী পুজো করতে ছাত্রদের রাস্তা অবরোধ করতে হয়।মুর্শিদাবাদে এমন পঞ্চাশটা স্কুল আছে যেখানে মাননীয়ার আমলে সরস্বতী পুজো হয়না।
মইদুল মিদ্দার মৃত্যু নিয়ে বলেন,একটা ছেলে চাকরি চাইতে এভাবে মেরে ফেলা সরকারের নৃশংসতা বর্বরতা প্রমান করে।এর থেকে মুক্তির পথ হল নরেন্দ্র মোদির আশির্বাদ পুষ্ঠ  গনতান্ত্রিক সরকার তৈরী করা।মইদুলের পরিবারকে চাকরি দেওয়া প্রসঙ্গে বলেন,এটা তো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়।সংগঠিত ভাবে পিটিয়ে মারা হয়েছে।নন্দীগ্রামে গুলি চালনা দেখিয়ে সরকারে আসবে আর নবান্নের দরজায় যুবকদের পিটিয়ে পিটিয়ে মারবে এটা হতে পারে না।এর জবাব বাংলার মানুষ কি দিতে হবে।পিটিয়ে মারবে আর সহানুভূতির জন্য চাকরির প্রস্তাব দেবে এটা হতে পারে না।যারা দোষি তাদের যদি শাস্তি দিত তাহলে বোঝা যেত অতি উৎসাহি হয়ে মুখ্যমন্ত্রীর গুড বুকে ওঠার জন্য নতুন নগরপাল করেছেন।তাকে যদি শাস্তি দিত তাহলে বোঝা যেত।





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।